গত কয়দিন ধরে একটা গল্প লিখব ভাবছি। গল্পটা লিখার আগে আমি চিন্তা করলাম সবাইকে আগে গল্পটা শোনানো উচিত। তাতে গল্পটা কেমন হলো বুঝা যাবে। যেই কথা সেই কাজ। বন্ধুদের আড্ডায় গল্পটা শোনাতে গেলাম। যেই গল্পটা বলতে শুরু করি তখনি ওরা কেউ গল্পটা শুনতে আগ্রহ দেখালো না। কেমন মুশকিলে পড়ছি বলুন তো?
ভাবলাম গল্পটা আড্ডার বন্ধুরা শুনতে না চাইলে আমি থেমে থাকব কেন? তাই সিধান্ত নিলাম ফেইসবুক বন্ধুদের গল্পটা শোনাবো। কি বলেন আপনারা শোনবেন না? এখানে না বলার কোনো সুযোগ নেই। তাই আমি আপনাদের গল্পটি শুনাতেই বসলাম। চলুন গল্পটি শুরু করা যাক।
গল্প শুরুর আগে গল্পের ইন্ট্রোটা বলে নিতে চাই । গল্পের ইন্ট্রোটা হচ্ছে…
একটা কাঁঠাল গাছ আরেকটা কাঁঠাল গাছের সাথে গল্প করে। দুইটা কাঁঠাল গাছ একটা কাঁঠাল গাছের সাথে গল্প করে। অত:পর একটা শিকড় যমুনার জলে ভেসে যায়।
দেখুন আমি কিন্তু গল্পটা এখনো শুরু করিনি। এটা বলতে পারেন গল্পের সূচনা মাত্র। এখন গল্পটা শুরু করা যাক।
গল্পটা হচ্ছে একটা কাঁঠাল গাছ আরেকটা কাঁঠাল গাছের সাথে গল্প করে। দুইটা কাঁঠাল গাছ একটা কাঁঠাল গাছের সাথে গল্প করে। অতপর একটা শিকড় যমুনার জলে ভেসে যায়।
নাহ মনে হচ্ছে আপনারাও গল্পটা শুনছেন না। বাদ আপনাদেরকেও গল্পটা শোনানো গেল না। অন্য কোনো দিন না হয় গল্পটা শোনানো যাবে। আজ ভালো থাকুন । টা টা, বাই, বাই…