ফুটবলীয় বাতচিত

– ভাই আপনার প্রিয় খাবার কি?
– রসমালাই
– বলেন কি?
– হুম, কুমিল্লার রসমালাই
– এটা কোনো কথা?
– কেন কি সমস্যা?
– আমার প্রিয় খাবারতো আক্কাসের দোকানের তেহারী
– তো সমস্যা কি? আমার ভাল্লাগে রসমালাই
– আরে ভাই আক্কাসের তেহারীতে বড় বড় ৫ পিস মাংস দেয়, আপনি খাইবেন আক্কাসের তেহারী
– কিন্তু কুমিল্লার রসমালাইও তো মজার
– ভাইরে ওইটাতেতো ৫ পিস্ মাংস নাই
– রসমালাইতে মাংস থাকবো কেন?
– থাকবেতো না ই, এইজন্যইতো বলি আক্কাসের তেহারি খাবেন
– ৫ পিস মাংস দেয় দেখে রসমালাইর বদলি তেহারি খামু?
– শুধু তাই না, মাংসের সাথে ছোট বড় কয়েক পিস আলুও থাকে
– তাই বলে …
– আরে আপনার কুমিল্লার রসমালাইয়ে গত ৩২ বছর একফোটা রস বাড়ছে? বাড়ে নাই। অথচ আক্কাস ভাই ৫ পিস মাংস দেয়। আশাকরি এবছর আরো একপিস বাড়াবে।
– তাই বলে আমি রসমালাই খাইতে পারমু না?
– শোনেন ভাই, আক্কাস ভাইয়ের তেহারী একটা উন্নতমানের খাবার, এখানে আছে বড় বড় ৫ পিস মাংস, সাথে ছোট বড় কয়েক পিস আলুও থাকে, এবছর ভাগ্য ভালো থাকলে মাংসের সঙ্খ্যা ৬ পিস্ হতে পারে, বুঝছেন?
– বুঝছি
– এইবার বলেন আপনার প্রিয় খাবার কি?
– রসমালাই
– ধুর ভাই, আপনি খাওয়া বুঝেন না, আপনার সাথে কথা নাই …
২০.০৬.২০১৮

আরও পড়ুন

সর্বাধিক পঠিত