– ভাই প্রিন্স উইলিয়াম তো এখন ভারতে
– কে উনি?
– কন কি, প্রিন্স উইলিয়ামরে চিনেন না?
– নাতো
– আরে শচিনও ওনার সাথে দেখা করছে।
– ও বুঝছি ক্রিকেটার শন উইলিয়াম। ও আবার প্রিন্স হইলো কবে?
– আরে না ভাই, ক্রিকেটার না
– তাইলে নিশ্চয়ই ফুটবলার? আমি আবার ফুটবল কম দেখি
– না না ফুটবলারও না
– তাইলে নিশ্চয়ই সিনেমার নায়ক?
– না
– গায়ক?
– না
– বিজ্ঞানী?
– আরে না, উনি অনেক বড় মানুষ
– তাইলে উইলিয়াম ভাই করে কি?
– উনি বৃটিশ রাজ পরিবারের পোলা
– খাইসে উনার বাপ রাজা? সেইজন্য উনার নাম প্রিন্স?
– না মানে উনার বাপেও প্রিন্স
– বাপ পোলা দুইজনেই প্রিন্স?
– তাতে সমস্যা কি ভাই? আসল কথা হইলো উইলিয়াম ভাই এখন ভারতে, লেটস সেলিব্রেট ডুড
– ওয়াও, তা ভাইয়ে হটাত কি মনে কইরা এখানে?
– আরে ওনাদের আগে এখানে ব্যবসা ছিলো না
– ব্যবসা? কিসের ব্যবসা? দোকান কই ছিলো?
– ওফ আপনারে নিয়া পারি না। আরে পুরা ভারতবর্ষটাই ওনাদের দোকান ছিল।
– কউ কি। তা দোকান বন্ধ কইরা দিলো কেন? ভালো চলে নাই বুঝি?
– আরে নাহ, দোকান ভালোই চলতো।
– তাইলে?
– তাইলে আর কি, কতিপয় দুষ্কৃতিকারী ও সন্ত্রাসবাদীরা ওনাদের থাকতে দিলো না। বেহুদা ডিস্টার্ব দেওয়া শুরু করলো।
– বুঝো কান্ড, কারা ওরা?
– এদের এক পান্ডা ছিলো ক্ষুদিরাম। যেমন নাম সাইজেও তেমন ছোট। তা দিছে ঝুলাইয়া
– উচিত কাম করছে
– আরেকটা ছিলো ভগত সিং
– ঝুলাইছে নিশ্চয়ই?
– আবার জিগায়, তবে বেশি ডিস্টার্ব দিছে মাস্টার সাব
– কোন মাস্টার?
– আরে চিটাংগের পোলা, সূর্যসেন
– মাস্টার হইয়া এই কাজ করলো?
– শুধু কি তাই, এইটুকুন সব পোলাপাইন সবার হাতে অস্ত্র তুইলা দিলো
– সর্বনাশ। তা মাস্টার সাবরেও কি ঝুলাইছে?
– আলবৎ
– আর বাচ্চা পোলাপান গুলার কি হইলো?
– ওদের ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিলো। কিন্তু ওদের নিয়া যখন অস্ত্র উদ্ধারে যাইতো তখন পথে দুষ্কৃতিকারীরা উত পাইতা থাকতো, তারপর…
– বুঝছি, ক্রসফায়ার…
– না না লাইন অব ফায়ার….
– হুম, আচ্ছা গান্ধীজী নামে একজন ছিলো না এদের সাথে?
– না না গান্ধীজী ভালো মানুষ ছিলেন। উনি অনশন টনশন করতেন। কিন্তু কোনদিন ডিস্টার্ব দেয় নাই
– তাই নাকি?
– হুম সন্ত্রাসবাদীগুলারেও অনেক বকা টকা দিচ্ছে
– ভালো করছে
– কিন্তু শুনলেতো। কত বড় বেয়াদপ, মুরুব্বিদের কথা পর্যন্ত রাখে না
– আইচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু উইলিয়াম ভাই আসলে করে টা কি? আর এতো দিন পর হটাত পুরান দোকানে কি কিনতে আইছে?
– উফ ভাই আবার শুরু করলেন। রাজবাড়ীর পোলা আইছে, লেটস সেলিব্রেট ডুড, লেটস সেলিব্রেট
– আচ্ছা তুই যা, আমি একটু মুতে আসি। আমার আবার রক্তে দোষ, চিনি বেশি।
১২ই এপ্রিল, ২০১৬