প্রজেক্ট এখন আমার খাল খনন করা

আমাকে এখন যে প্রকেক্টের দায়িত্ব দেওয়া হয়েছে
তার প্রধান উদ্দেশ্য হল খাল খনন করা

কিন্তু এই প্রজেক্ট এর কথা আমি কাউকে বলতে পারি না

বিশেষ করে আমার শালিরা এবং শালারা, টিপুনি কাটে
আমার আপনজনেরা, আত্মীয় স্বজনেরা এবং আমার চারপাশের লোকেরা
প্রজেক্টের প্রসঙ্গ তুলে রসিক এবং বেরসিক  আলোচনায় মত্ত হয়ে  ওঠে।

আমার রক্তলাল চোখ দেখে কখনো প্রসঙ্গ বদলাবার চেষ্টা করে
কখনো বলে শহীদ জিয়ার খাল খননের কথা, খাল কেটে কুমির আনার কথা
এরশাদ যে খালের পানিতে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করতো,
শেখ হাসিনা যে খালে নেমে দৌড় দিয়ে আকাশে পালিয়ে গেল,
এমন কি এখন কারা খালে পালাতে পারে
তারও ভবিষ্যদ্বাণীও করতে থাকতো
মাঝে মাঝে তারা এমন সব জ্ঞানগর্ভ কথা বলত যে মাথাই ঘুড়ে যেত
আমিও ফোঁড়ন কাটি, তাদের  আলোচনায় শরিক হই
যেন তারা আমার উদ্দেশ্য বুঝতে না পারে
এবং আমার খাল খনণের ব্যাপারটা ভুলে থাকতে পারে

বরং আমি আপন মনে কাজ করতে থাকি
আমার পূর্বপুরুষের মতো যেমন তারা করেছে,
সে কৌশলে ঠিক আমাকেও হাসিল করতে হবে
কারণ আমার প্রধান উদ্দেশ্য হল খনন করা।
– ২২ অক্টোবর’ ২৪

 

আরও পড়ুন

সর্বাধিক পঠিত