মনে হতেই পারে হে পিতা

মনে হতেই পারে
তোমার হাতপা গুলো অমৃত আঙ্গুর
মনে হতেই পারে
আমারও সমস্ত অস্থিমজ্জা, সব আফিম

সোনায় চোবানো নখে আমার হৃদপিণ্ড খাঁমচে রক্তগুলো খেতে খেতে
তোমার চোখ, মুখমণ্ডল হতে পারে রক্তময় সোনালী আভায় মোড়ানো ঐশ্বরিয় আগন্তক তুমি,

হাত ছোঁয়ালেই ভাগ্য বদলাতে পারো
করে দাও-ও কারো কারো, আমার মতোদেরও যাকে তুমি আফিম মনে করো
এতোটাই লম্বা হতে থাকা অক্টোপাসের মতো তোমার ক্ষমতা
আর আমি সঙ্কোচিত গিনিপিগ।
তোমার করুণায় কিংবা ঘৃণায় নতশির হতে পারি
তোমার হৃদয় কিংবা দৃষ্টি তোমার কিংবা
তোমার পরম হাত বা তোমার
থুতুর নহরে প্রবাহিত হতে থাকা ভালোবাসায়
সাঁতরে আমি জীবন বদলাতে পারি
এমন হতেই পারে তুমি দেবতা
আর আমি প্রভূভক্ত কুকুর
মনে হতেই পারে
তোমার হাতপা গুলো অমৃত আঙ্গুর

সেচ্ছায় দিতে পারি অথবা খুবলে খেতে পারো তোমার ইচ্ছে মতো
এবং আমিও হয়েছি তোমার মতো
তোমার সংস্পর্শে, সবকিছু দিতে দিতে
আমিও শিখেছি টুকটাক খুবলে খেতে
বেশ রসিয়ে তোমার মতো, খুবলে খাচ্ছি এখন
তোমাকেও, হে পরম  পিতা!

আরও পড়ুন

সর্বাধিক পঠিত