আনোয়ারা বেগম তিনদিন ধরে ভাত খায় নি। তার স্বামী ভাতের খোঁটা দিয়েছে৷ ক্ষুধা বেশিক্ষণ সহ্য করতে পারে না আনোয়ারা। তবুও আজ তিন দিন ধরে পানি ছাড়া কিছুই খায় নি। তাকে কেউ খেতেও বলে নি। কোথায় যাবে সে? তার তো যাবার কোন জায়গা নেই।
আপনারা ফিফটি ফিফটি অধিকারের কথা বলছেন। নিজের সংসারে সারাদিন সব কাজ করেও স্বামীর কাছে ভাতের খোঁটা শুনতে হলো যাকে, সে তো এসব ফিফটি ফিফটির হিসাব বোঝে না!
হয়তো তিন দিন পরেই তাকে সব আত্মসম্মানের মাথা খেয়ে আবার ভাত খেতে হবে! তার স্বামীও এ কথা জানে। তাই নিজের অপরাধের জন্য ক্ষমা চাওয়া দূরের কথা, কর্তৃত্ব প্রকাশে মাঝেমধ্যে সে আনোয়ারা বেগমের গায়েও হাত তুলবে।