গুলিস্তানের মত ব্যস্ততম এলাকায় বাস থেকে নেমেই এত এত লোকের ভীড়ে প্রথমেই মেয়েটির চোখ পড়ল সেই ছেলেটির উপর যে ছেলেটি কয়েকদিন আগেই তাকে ফোন, ম্যাসেঞ্জার, ফেইসবুক সব জায়গায় ব্লক করে রেখেছে।
ভালো একটা প্রেমের সম্পর্ক থেকে হঠাৎই ছেলেটির এই ব্রাত্য হয়ে যাওয়াকে মেয়েটির মেনে নিতে অনেক কষ্ট হয়েছিল। হাজারবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আজকে ছেলেটিকে দেখামাত্রই একটু দূর থেকে মেয়েটি ডেকে উঠল- ” এই,,, তোমার সাথে আমার কথা আছে।”
ছেলেটি মেয়েটির দিকে তাকিয়েই বোকা বনে গেল। কোন এক অদ্ভুত কারণে ভয় পেলো কি না কে জানে। সাথে থাকা তার কলিগকে রেখেই দিল ভোঁ দৌড়।
গুলিস্তানের রাস্তা। হকার, ফেলিওয়ালাদের হাঁকাহাকির মধ্যেও খুব ভালো করে ছড়িয়ে পড়ল মেয়েটির উচ্চরব, ” এই পালাচ্ছ কেন? থাম কথা আছে।”
রাস্তার লোকগুলো দেখল একটি মেয়ে অবাক হয়ে তাকিয়ে আছে একটি ছেলের দিকে। অন্যদিকে একটি ছেলে দৌঁড়ে পালাচ্ছে যার হাতে আছে একটি স্মার্ট ফোন।
লোকগুলো ছেলেটাকে কি ভাবলো? ছিনতাইকারি নাকি ছিঁচকে চোর? তারাই ভালো বলতে পারবে। চারপাশ থেকে হুড়মুড় করে এসে লোকগুলো ছেলেটাকে ধরে ফেলল। ওদিক থেকে মেয়েটি অনবরত বলে যাচ্ছে, “মাইরেন না ভাই মাইরেন না।”
এইবার তার কথা কারও কানে গেল না।