1 POSTS
আমার জন্ম কোন এক শ্রাবণে অঝোর বৃষ্টির ভোররাতে যখন মুয়াজ্জিন তার ফযরের আজানের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেদিন মায়ের উদর থেকে পৃথিবীর বুকে আমার আগমন।সময়টা ৭ জুন ২০০০ সালের কোন এক সোমবার এ। হাঁটি হাঁটি পা পা যখন বেড়ে উঠলাম আশেপাশের পরিবেশ আর পৃথিবীর সৌন্দর্য আমার নরম মনে ততই আন্দোলিত করতে শুরু করল। বৃষ্টির রিমঝিম শব্দ,ভোরের সোনালী সূর্যের নরম আভা, রাতের ফিনিক ফোঁটা জোছনা,আর ঘর থেকে দুপা ফেললেই সে চিরচেনা তিস্তার ঘোলা জলের কলকল ধ্বনি,ফযরের আজানে মুয়াজ্জিন এর ভেসে আসা কন্ঠ, সন্ধ্যায় হিন্দু বাড়ির শাখের শব্দ, শীতের রাতে রাতে ঠান্ডায় কাঁপতে থাকা শেয়ালের গগনবিদারী চিৎকার,অতি হাওয়ায় জামগাছের ঝপঝপ শব্দ কিংবা বর্ষার রাতে ব্যাঙেদের দল বেঁধে গাওয়া সঙ্গীত আমার মনকে নাড়িয়ে দেয়া শুরু করল বারংবার। ছোট বেলায় লাইব্রেরীতে গিয়ে গ্রোগাসে সাহিত্য বই গেলা আর প্রকৃতিকে নিজের মত করে দেখার বাসনা আমার বাড়তেই থাকল । একটা সময় এই ব্যাপারগুলোই আমাকে লেখার জন্য তাড়না দিয়েছে।সেই উস্কানিকে প্রশ্রয় দিয়েই টুকটাক লিখতে চেষ্টা করি।