17 POSTS
প্রীতম সরকারের জন্ম উত্তর দিনাজপুরের (তৎকালীন পশ্চিম দিনাজপুর) রায়গঞ্জ শহরে। বর্তমানে অবসরপ্রাপ্ত সাংবাদিক। বিজ্ঞানের স্নাতক। লেখালেখির শুরু ছোটবেলা থেকেই। তবে ছবি আঁকায় বিশেষ পারদর্শী। স্কুলের গণ্ডি শেষ করেই শান্তিনিকেতনের কলা ভবনে আঁকা শিখতে গেলেও বিশেষ পারিবারিক অসুবিধার কারণে সেই শিক্ষা অসমাপ্ত থেকে যায়। তাঁর আগেই সঙ্গীত বিশারদ ডিগ্রি লাভ। শান্তিনিকেতনের কলা ভবন থেকে ফিরে এসে দৈনিক ইংরেজি এবং বাংলা সংবাদপত্রে কার্টুনিস্ট হিসাবে কাজে যোগ। পরে সাংবাদিক হিসাবে আত্মপ্রকাশ। দীর্ঘ সময় কাজ করেছেন আনন্দবাজার পত্রিকা এবং হিন্দুস্থান টাইমস কাগজে। এখন বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত ফিচার, প্রবন্ধ, ছোটগল্প লেখেন। নিয়মিত উপন্যাস লেখেন। ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যরাজ্যের বিভিন্ন ম্যাগাজিনে লিখে চলেছেন। শখের মধ্যে বই পড়া, গান শোনার সঙ্গে ছবি আঁকার কাজও চালিয়ে যাচ্ছেন।